Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                ********অল্প সময়ে, সল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে.........*********                          গ্রাম আদালত কী?           ***গ্রাম আদালত আইন, 2006 অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। ****          **** গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে******                             ****** গ্রাম আদালতে আনজীবী নিয়োগের বিধান নেই*******                                              জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার                                        জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে        ০১।  শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।          ০২।  সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।          ০৩। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।       ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                           শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে           ০১। ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।     ০২।   হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি           ০৩।      শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।     ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                                 বয়স ৫ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে             ০১। উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।    ০২।হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি    ০৩। পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।   ০৪আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।


ছবি
শিরোনাম
বাল্লা ইউনিয়ন পরিষদ