Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                ********অল্প সময়ে, সল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে.........*********                          গ্রাম আদালত কী?           ***গ্রাম আদালত আইন, 2006 অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। ****          **** গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে******                             ****** গ্রাম আদালতে আনজীবী নিয়োগের বিধান নেই*******                                              জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার                                        জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে        ০১।  শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।          ০২।  সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।          ০৩। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।       ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                           শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে           ০১। ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।     ০২।   হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি           ০৩।      শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।     ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                                 বয়স ৫ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে             ০১। উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।    ০২।হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি    ০৩। পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।   ০৪আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।


১ নং বাল্লা ইউনিয়ন পরিষদের সাংগঠনিক কাঠামো

কালের স্বাক্ষী বহনকারী ইছামতির তীরে গড়ে  উঠা হরিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বাল্লা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বাল্লা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।বাল্লা ইউনিয়নের পূর্ব দিকে গালা ইউনিয়ন, দক্ষিণ দিকে গোপীনাথপুর ইউনিয়ন, কাঞ্চনপুর ইউনিয়ন, পশ্চিম দিকে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষ, উত্তর দিকে শিমুলিয়া ইউনিয়ন ও উত্তর পশ্চিম দিকে উলাইল ইউনিয়ন পরিষদ অবস্থিত।