Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                 ০১ নং বাল্লা ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নে আপনাকে  স্বাগতম                        জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার                                        জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে        ০১।  শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।          ০২।  সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।          ০৩। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।       ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                           শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে           ০১। ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।     ০২।   হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি           ০৩।      শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।     ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                                 বয়স ৫ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে             ০১। উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।    ০২।হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি    ০৩। পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।   ০৪আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।


উদ্যোক্তা প্রফাইল


ক্রমিক নং ছবি নাম পদবী ইমেইল  মোবাইল

আশরাফুল ইসলাম  ইউডিসি উদ্যোক্তা
Whatsapp Number:
015-753-90020
uisc.balla@gmail.com 01725986289
০২
 কানিজ ফাতেমা,

মোঃ নাহিদ শিকদার ও
 মোঃ মিজানুর রহমান (রাহুল)

ইউডিসি সহকারী উদ্যোক্তাগণ
01755204425

uisc.balla@gmail.com
01621235068