Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                ********অল্প সময়ে, সল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে.........*********                          গ্রাম আদালত কী?           ***গ্রাম আদালত আইন, 2006 অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। ****          **** গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে******                             ****** গ্রাম আদালতে আনজীবী নিয়োগের বিধান নেই*******                                              জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার                                        জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে        ০১।  শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।          ০২।  সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।          ০৩। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।       ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                           শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে           ০১। ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।     ০২।   হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি           ০৩।      শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।     ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                                 বয়স ৫ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে             ০১। উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।    ০২।হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি    ০৩। পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।   ০৪আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।


বাল্লা ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২১ থেকে ২০২৬

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 ২০২১ ইং সালের জুলাই থেকে ২০২২ইং জুন পর্যন্ত

১। ঝিটকা কলাহাটা আকালি বিশ্বাসের বাড়ির নিকট হইতে কলা হাটা জিন্দাশাহ্ এর মাঝারের নিকট পাকা রাস্তা পর্যন্ত নির্মান ও পূণ: নির্মান।

২। ঝিটকা সরদার পাড়া আজিম মাষ্টারের বাড়ির নিকট হইতে ইছামতি নদীর ঘাট পর্যন্ত রাস্তা নির্মান।

৩। খেরুপাড়া সাহেব আলীর দোকান হইতে সরফদিনগর পর্যন্ত রাস্তা নির্মান ও পূণ:নির্মান।

৪। বাস্তা গোঘাট হইতে দাদরখী পর্যন্ত রাস্তা পুন:নির্মান।

৫। মাচাইন বাজার ঈদগাহ মাঠ হইতে ইছাইল পর্যন্ত রাস্তা নির্মান ও পূণ: নির্মান।

                                                       ২০২২ ইং সালের জুলাই থেকে ২০২৩ ইং সালের জুন পর্যন্ত

১। সরফদিনগর পাকা রাস্তা হইতে ছোট গোড়াইল পর্যন্ত রাস্তা মেরামত।

২।দাদরখী প্রাখমিক বিদ্যালয় হইতে ডাকরখালী হইয়া গংগাসাগর পাকা ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মান ও পূণ: নির্মান।

৩।গংগাসাগর পাকা ব্রিজ হইতে গংগাসাগর পাল বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান।

৪। ঝিটকা নতুন পাড়া হাকিম মাষ্টারের বাড়ির নিকট হইতে কানু মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তা পূণ: নির্মান।

৫।বাস্তা মুনতাজ মাতব্বরের বাড়ির নিকট হইতে মৃধার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান।

                                                         ২০২৩ সালের জুলাই থেকে  ২০২৪ ইং সালের জুন পর্যন্ত

১। সরফদিনগর পাকা রাস্তা হইতে ঝিটকা মধ্য পাড়া ওমর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা পূণ:নির্মান।

২। মাচাইন ওহাব আলীর বাড়ির নিকট হইতে টিক্কার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত।

৩। ঝিটকা পোদ্দার পাড়া কাশেম আলীর বাড়ির নিকট হইতে পান্নু গাজীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত।

৪। ঝিটকা সরদার পাড়া ঈদগাহ মাঠ হইতে ঝিটকা মধ্য পাড়া চান্দুর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত।

৫। বাল্লা মসজিদ হইতে ওহাব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান।

                                                         ২০২৪ সালের জুলাই থেকে  ২০২৫ইং সালের জুন পর্যন্ত

১। মাচাইন ওহাব আলীর বাড়ির নিকট হইতে টিক্কার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত।

২। ঝিটকা পোদ্দার পাড়া কাশেম আলীর বাড়ির নিকট হইতে পান্নু গাজীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত।

৩। ঝিটকা পোদ্দার পাড়া আক্কাস আলীর বাড়ি হইতে ব্যাসদি নুরুর বাড়ির মোর পর্যন্ত রাস্তা মেরামত।

৪। বাল্লা ঝড়ু মোল্লার বাড়ি হইতে ভাদিয়াখোলা বিনা ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান ও পূণ:

                                                         ২০২৫ সালের জুলাই থেকে  - ২০২৬ইং

১। ঝিটকা পাকা রাস্তা হইতে ইমান আলীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত।

২। ঝিটকা নতুন পাড়া মতি ডাক্তারের বাড়ির নিকট হইতে মঙ্গল বিশ্বাসের পুকুরের চালার নিকট দিয়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মান।

৩।নাওডুবি পাকা রাস্তা হইতে ছামাদের বাড়ি হইয়া রজ্জব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা রাস্তা নির্মান ও পূণ: নির্মান।