Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Welcome to the information portal of Balla Union Parishad No. 01.

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে        ০১।  শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।          ০২।  সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।          ০৩। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।       ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                           শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে           ০১। ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।     ০২।   হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি           ০৩।      শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।     ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                                 বয়স ৫ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে             ০১। উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।    ০২।হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি    ০৩। পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।   ০৪আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।


বীমা

১। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ

২। পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ

৪। আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো অপারেটিভ লি:

৫। আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ

৬। ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা ।

৭। প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ

৮। জীবন বীমা কর্পোরেশণ ।

৯। বায়রা লাইফ ইন্সুরেন্স লিঃ

১০।আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিঃ

১১। পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ

এ সকল বীমা প্রতিষ্ঠান সমূহ বাল্লা ইউনিয়নে তাদের শাখা অফিস, এজেন্ট এবং বুথ দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে ।