Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                ********অল্প সময়ে, সল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে.........*********                          গ্রাম আদালত কী?           ***গ্রাম আদালত আইন, 2006 অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। ****          **** গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে******                             ****** গ্রাম আদালতে আনজীবী নিয়োগের বিধান নেই*******                                              জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার                                        জন্ম একবার, জন্ম নিবন্ধনও একবার

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে        ০১।  শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।          ০২।  সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।          ০৩। হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।       ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                           শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে           ০১। ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।     ০২।   হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি           ০৩।      শিশুর পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।     ০৪। আবেদনকারীর (শিশুর) ১ পাসপোর্ট সাইজ কপি ছবি।                                                                 বয়স ৫ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে             ০১। উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।    ০২।হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি    ০৩। পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।   ০৪আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।


দর্শনীয় স্থান

মাচাইন হযরত শাহ রুস্তম এর পবিত্র মাঝার শরীফ

পঞ্চদশ ও ষোড়শ শতকে যারা ইসলাম ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন হযরত শাহ্ রুস্তুম ছিলেন তাদের মধ্যে অন্যতম। আত্মত্যাগী এ মহান সাধক ও সুফী দরবেশ মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামে চির নিদ্রায় শুয়ে আছেন। বাংলার বিখ্যাত হোসেন শাহী বংশের খ্যাতিমান সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর রাজত্ব কালে তিনি মানিকগঞ্জ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসেন এবং বর্তমান মাচাইন গ্রামে খানকা প্রতিষ্ঠা করেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার অলৌকিক গুণে মুগ্ধ হয়ে এলাকার লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি একটি মাচানের উপর অবস্থান করতেন। ধীরে ধীরে হযরতশাহ রুস্তুমের ভাবশিষ্য  ও ভক্তগণ ঐ মাচান ও খানকার আশে-পাশে বাড়ি ঘর প্রতিষ্ঠা করে বসবাস করতে থাকেন। দরবেশের মৃত্যুর পর ঐ লোকালয়টি মাচাইন নামে সুপরিচিত হয়। অনেকে মনে করেন হযরত শাহ্ রুস্তুম জনশূন্য বিজন বালুচরে খানকা প্রতিষ্ঠা করেছিল। কিন্ত উক্ত ধারনা সঠিক নয়।জনারণ্যেই তিনি খানকা স্থাপনা করেছিলেন। মাচাইন গ্রামটি বর্তমানে ইছামতি নধীল তীরে অবস্থিত। কিন্ত হযরত শাহ রুস্তম যথন মাচাইন গ্রামে আসেন, তখন কোশী ও তিস্তার স্রোতধারা  অবলম্বন করে প্রাচীন ভুবনেশ্বর নদী প্রবহমান ছিল বলে জানায়ায়।পূবর্ বাংলার বিক্রমপুর, সোনারগাও, ঢাকা, সাভার ও ধামরাইর সঙ্গে পশ্চিম বাংলা ও পশ্চিম ভারতীয় রাজধানীসমূহের জলপথের গুরুত্বপূর্ণ সংযোগ অঞ্চলে মাচাইন গ্রামের অবস্থান। এ জলপথের উভয় তীর ভূমিতেই এলাকার প্রাচীন জনপদ গড়ে ওঠেছিল। মাচাইন গ্রামেই হযরত শাহ রুস্তুমের মাজার শরীফ অবস্থিত। তার মাজারের পাশেই রয়েছে ত্রিগশ্বুজ বিশিষ্ট আকর্ষণীয় স্থাপত্য শিল্পমন্ডিত একটি মসজিদ। শিলালিপি অনুযায়ী মসজিদটি ১৫০১ থ্রি: বাংলার বিখ্যাত সুলতান হোসেন শাহ কতৃক নির্মিত হয়েছিল। হযরত শাহ রুস্তুমের মাজার এবং প্রাচীন মসজিদটি এলাকার জনসাধারণের কাছে পবিত্র জিয়ারত গাহ ও শ্রদ্ধার বস্তু।

কিভাবে যাওয়া যায়:

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ঝিটকা ভিলেজ লাইনের বাসে ঝিটকা বাজার ভাড়া ত্রিশ টাকা। তারপর ঝিটকা বাজার বাসস্ট্যান্ড থেকে ঝিটকা বাজারের পশ্চিম দিকে পাকা রাস্তা দিয়ে একটু এগিয়ে ঝিটকা থেকে মাচাইন বাজার অটোরিক্সা অথবা টেম্পু করে মাচাইন বাজার। মাচাইন বাজার থেকে একটু উত্তর দিকে পাকা রাস্তা দিয়ে হেটে অখবা রিক্সা করে যাওয়া যায় ভাড়া বিশ টাকা।